এবার ইমরান খানের দুই বোন গ্রেপ্তার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ মাস আগে

পাকিস্তানের ইসলামাবাদ থেকে তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ইমরান খানের দুই বোন আলিমা খান ও উজমা খানকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) পুলিশ তাদের গ্রেপ্তার করে। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

জানা যায়, ইমরান খান ও তার স্ত্রী বুশরা খান গত এক বছরেরও বেশি সময় ধরে কারাগারে রয়েছেন। তাদের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশের ডাক দেয়া হয়। শুক্রবার জুমার নামাজের পর ইসলামাবাদের ডি-চকে পিটিআইর পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি ছিল। দলের নেতাকর্মী ও সমর্থকরা নির্ধারিত এলাকায় জড়ো হতে শুরু করেন। ইমরান খানের দুই বোন আলিমা ও উজমা খানও বিক্ষোভে যোগ দিতে বের হন। কিন্তু বিক্ষোভ শুরু হওয়ার আগেই তাদের গ্রেপ্তার করে ইসলামাবাদ পুলিশ।

  • ইমরান খানের দুই বোন
  • পাকিস্তানের ইসলামাবাদ
  • #