সিরাজগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতা আবু মুছাকে (৪২) কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় র্যাব-১২ এবং র্যাব-১৫ এর যৌথ অভিযানে কক্সবাজারের সদর উপজেলার পৌর এলাকার কলাতলী বিচ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আবু মুছা সিরাজগঞ্জ পৌর এলাকার মৃত ছানোয়ার হোসেন ওরফে ছানুর ছেলে।
শনিবার (৫ অক্টোবর) গভীর রাতে র্যাব-১২ সিরাজগঞ্জ সদর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার (বিএন) এম আবুল হাশেম সবুজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।