উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকস-এ যোগদানের জন্য আবেদন করেছে সিরিয়া। রাশিয়ায় নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত বাশার জাফারি এ তথ্য জানিয়েছেন। রাশিয়ায় ‘উত্তর ককেশাস: নতুন ভূকৌশলগত সুযোগ’ শীর্ষক সম্মেলনের ফাঁকে বার্তা সংস্থা তাসকে তিনি বলেন, আমরা ব্রিকস-এ যোগ দিতে খুবই আগ্রহী। আমরা এ সংস্থায় যোগদানের জন্য লিখিত অনুরোধ পাঠিয়েছি।
২০০৬ সালে প্রতিষ্ঠার পর থেকে ব্রিকস জোট কিছুটা সম্প্রসারণ হয়েছে। ২০১১ সালে দক্ষিণ আফ্রিকাসহ মূল সদস্য ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীন এতে যোগ দেয়। ২০২৩ সালের আগস্টে আরও ছয়টি দেশ- আর্জেন্টিনা, মিশর, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতকে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। ডিসেম্বরের শেষের দিকে আর্জেন্টিনা এতে যোগ দিতে অস্বীকৃতি জানালেও ২০২৪ সালের ১ জানুয়ারি অন্য দেশগুলো পূর্ণ সদস্য হয়।
সম্প্রতি তুরস্কও ব্রিকসে যোগ দেওয়ার আবেদন করেছে। চলতি বছর এই গ্রুপের পর্যায়ক্রমিক সভাপতির দায়িত্ব পালন করছে রাশিয়া। এই অক্টোবরেই কাজান শহরে ব্রিকস শীর্ষ সম্মেলনের আয়োজন করবে দেশটি।