হালুয়াঘাটে বন্যা পরিস্থিতির অবনতি, সহযোগিতায় সেনাবাহিনী

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৫ মাস আগে

ময়মনসিংহের হালুয়াঘাটে টানা বৃষ্টিতে বন্যার পরিস্থিতি চরম অবনতি হওয়ায় শঙ্কায় কাটছে হাজারো পরিবারের জীবন। চরম বিপর্যয়ে বন্যায় কবলিত মানুষের সহযোগিতায় পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী। চলছে উদ্ধার কার্যক্রম রবিবার (৬ অক্টোবর) দিনব্যাপী উপজেলা কৈচাপুর ইউনিয়ন ও নড়াইল এলাকার পানিবন্দিদের উদ্ধার কার্যক্রম শুরু করেন সেনাবাহিনী।

এদিন ঝুঁকিপূর্ণ ময়মনসিংহে সিমান্তবর্তী হালুয়াঘাট পৌর শহর সহ উপজেলার, ভুবনকুড়া, জুগলী, গাজিরভিটা, হালুয়াঘাট সদর, নড়াইল, স্বদেশী, বিলডোরা, ধারা, ধুরাইল, শাকুয়াই ইউনিয়নসহ ১২টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে বন্যার পানি ঢুকে প্লাবিত হয়েছে সবজি জমি, ফিশারি, পুকুর-বাঁধসহ কয়েক হাজার হেক্টর জমির আমনের ফসলের ক্ষেত। প্রবল বর্ষণে রাস্তাঘাট, ঘরবাড়ি, স্কুল-কলেজে পানি ওঠায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বন্যার মাঝেও বন্যায় কবলে আটকে পড়াদের উদ্ধার কার্যক্রম, শুকনো খাবার বিতরণ করে সেনাবাহিনী।

হালুয়াঘাটে বন্যা পরিস্থিতির অবনতি, সহযোগিতায় সেনাবাহিনী

এদিন সেনাবাহিনীর অপর একটি টিম হেলিকপ্টার করে উপজেলার বিভিন্ন এলাকায় বন্যার পরিস্থিতি পরিদর্শন এবং সার্বিক দিকনির্দেশনায় দিয়ে যাচ্ছেন। স্থানীয়ভাবে মেজর কাওসার মেহেদীর নেতৃত্বে স্থাপন করা হয়েছে হালুয়াঘাটের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সেনাবাহিনীর ক্যাম্প। উদ্ধার অভিযানে ৫টি টিম গঠন করে অংশ নেন সেনাসদস্যরা।

এ রিপোর্ট লেখা পর্যন্ত সেনাবাহিনীর সহায়তায় প্রায় তিন শতাধিক বানবাসী মানুষকে উদ্ধার করে আশ্রয়কেন্দ্রসহ নিরাপদস্থানে পৌঁছানোর ব্যবস্থা করেন। তাৎক্ষণিক পরিস্থিতি মোকাবেলায় হালুয়াঘাট উপজেলা প্রশাসন ৪টি আশ্রয়কেন্দ্রের ব্যবস্থা করেছেন। সহযোগিতায় পাশে থাকতে গঠন করা হয়েছে বিভিন্ন টিম। প্লাবিত এলাকাগুলোতে পানিবন্দি মানুষদের উদ্ধার করতে হালুয়াঘাট ফায়ার সার্ভিস ও পুলিশ কাজ করে যাচ্ছে। এছাড়াও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি ইউনিয়নের জন্য একজন তদারকি কর্মকতার মাধ্যমে অবস্থা নিরুপণ করে প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে।

জানা যায়, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় চরম বিপর্যয়ের মুখে হালুয়াঘাটউপজেলার পৌরশহর ও নিম্নাঞ্চলের বাসিন্দা। রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের কারণে প্লাাবিত হয়েছে শহর থেকে গ্রাম। বিগত সময়ে উপজেলাবাসী এর আগে বন্যায় প্লাাবিত না হলেও গেল শুক্রবার ভোর থেকে দেখা দেয় এই দুর্যোগ। ডুবেছে গেছে প্রায় ৮০-৯০টি এলাকা। এর মধ্যে উপজেলা সদরের প্রত্যেক পাড়া-মহল্লা। পানিতে তলিয়ে গেছে হালুয়াঘাট-ময়মনসিংহ আঞ্চলিক সড়ক, হালুয়াঘাট থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,
উপজেলা পরিষদ, খাদ্য গুদাম, ফায়ার সার্ভিস স্টেশনের সামনের অংশ, জয়িতা প্রাঙ্গণসহ পৌরশহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী উপজেলার কৈচাপুর ও নড়াইল, জুগলী ও ধুরাইল ইউনিয়নের নিম্নাঞ্চলে এখনো কয়েক হাজার পরিবার রয়েছে পানিবন্দি অবস্থায়। ভেসে গেছে এসব এলাকার মাছের ঘেরসহ সবজি আবাদ। সেনাবাহিনীর সহযোগিতায় আশ্রয়কেন্দ্রে ফিরছেন পানিবন্দি মানুষজন।

  • বন্যা পরিস্থিতির অবনতি
  • হালুয়াঘাট
  • #