যুবদল নেতা শামীম হত্যা মামলায় শেখ হাসিনার সাবেক মুখ্য সচিব ও জামালপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কোষাধ্যক্ষ হুমায়ুন কবিরকে সাত দিনের রিমান্ড আদেশ দিয়েছেন আদালত। রোববার (০৬ অক্টোবর) বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার সাব-ইন্সপেক্টর তন্ময় কুমার বিশ্বাস আসামিদের ১০ দিনের রিমান্ড আবেদন করে।
আসামিপক্ষের আইনজীবীরা আদালতের কাছে রিমান্ড আবেদন বাতিল পূর্বক জামিন প্রার্থনা করলে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে শুনানি করেন। উভয়পক্ষের যুক্তি-তর্ক শুনে ও মামলার গুনাগুণ বিবেচনা করে অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (এসিএমএম) মো. জিয়াদুর রহমানের আদালত এ আদেশ দেন।
এর আগে শনিবার (৫ আগস্ট) সন্ধ্যায় আবুল কালাম আজাদকে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি দল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৫ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য হন তিনি।