সুমদ্রজয়ে অসামান্য অবদান রাখা ব্যক্তি মেরিটাইম বিষয়ক ইউনিটের সচিব খোরশেদ আলম পদত্যাগ করেছেন। রবিবার (৬ অক্টোবর) পররাষ্ট্র উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া খোরশেদ আলমের মেয়াদ আগামী বছরের জানুয়ারিতে শেষ হওয়ার কথা ছিল।
সুমদ্রসীমানা নির্ধারণ করার জন্য ২০০৯ সালে মিয়ানমার ও ভারতের বিরুদ্ধে মামলা করে বাংলাদেশ। উভয় মামলায় কো-এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ২০১২ সালে মিয়ানমার ও ২০১৪ সালে ভারতের বিরুদ্ধে মামলার রায় দেওয়া হয়। মামলা পরিচালনার জন্য বাংলাদেশের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি।
বাংলাদেশের সুনীল অর্থনীতি সম্প্রসারণে ভূমিকা পালন পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি। এ ছাড়া মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তার অনিয়মের তদন্তের দায়িত্ব তাকে দেওয়া হয়েছিল।