নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৬ অক্টোবর) রাতে ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। এছাড়া ওই মামলায় এ পর্যন্ত আরও ১০ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সন্ত্রাসী হামলা চালিয়ে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি, বিএনপি কার্যালয় ভাঙচুর, লুটপাট, চাঁদাবাজি ও অগ্নিসংযোগের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।
সৈয়দপুর থানার ওসি ফইম উদ্দিন করে বলেন, সকল আইনি প্রক্রিয়া শেষ করে সোমবার দুপুরের আগে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া ওই মামলায় এ পর্যন্ত আরও ১০ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।