বরিশাল নগরীর আমতলার মোড় খান বাড়ি সড়ক এলাকার একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে কোতয়ালী মডেল থানার পুলিশ।
নিহত যুবক রূপাতলী সোনারগাঁও টেক্সটাইল এলাকার বাসিন্দা হারুন সিকদারের ছেলে ও খান বাড়ি সড়ক কালুখান বাড়ীর নজরুলের ভাড়াটিয়া জাকির হোসেন (৪৫)।
সোমবার বেলা ১১টার দিকে নগরীর ১৪ নম্বর ওয়ার্ডস্থ কালু খান বাড়ী এলাকার একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।
বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, পুরো বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।