সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ও এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বিভাগের সাবেক সিনিয়র সচিব আমিনুল ইসলাম খানকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সোমবার (৭ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক এ আদেশ দেন।
এর আগে যুবদল নেতা শামীম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) তন্ময় কুমার বিশ্বাস আসামিদের রিমান্ডের আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী এ মামলার সঙ্গে আসামিদের সম্পর্ক নেই দাবি করে যুক্তিতর্ক উপস্থাপন করেন। রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে অবস্থান নেন। উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রবিবার (৬ অক্টোবর) রাতে গুলশান এলাকা থেকে নজিবুর রহমানকে গ্রেফতার করা হয়। তিনি ২০১৫ সালে এনবিআর চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিবের দায়িত্ব পান। ২০১৭ সালের ৩১ ডিসেম্বর তাকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব করা হয়। দুই বছর পর ২০১৯ সালের ৩০ ডিসেম্বর চাকরি থেকে অবসরোত্তর ছুটিতে যান এ কর্মকর্তা।
আমিনুল ইসলাম খানকে একই দিন বনানী থেকে আটক করে ডিএমপির গোয়েন্দা বিভাগ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদ থেকে ২০২৩ সালের মার্চে অবসরে যান মো. আমিনুল ইসলাম খান।