প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিন সূচকের পতন তুলনামূলক কম হলেও বিনিয়োগকারীর আর্থিক ক্ষতি প্রায় সমান সমান। রোববার বাজার মূলধন কমেছিল ৫ হাজার ৪৮৫ কোটি টাকার কিছুটা বেশি, দ্বিতীয় দিন কমল ৫ হাজার ২৪৩ কোটি টাকার কিছু বেশি।
আবার আগের সপ্তাহে সূচক ১৭৬ পয়েন্ট কমার প্রতিক্রিয়ায় বাজার মূলধন কমেছিল ১৩ হাজার ৫০৫ কোটি টাকা, চলতি সপ্তাহের দুই দিনে ১২৭ পয়েন্ট সূচক কমার পর বাজার মূলধন কমল কাছাকাছি পর্যায়ে। টানা তিন কর্মদিবস ধরে লেনদেন তিনশ কোটি টাকার ঘরে পড়ে আছে।
সোমবার ৩৬৬ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, আগের দিন যা ছিল ৩৬৮ কোটি টাকা। ৫৩টি কোম্পানির দর বৃদ্ধির বিপরীতে কমেছে ২৮৮টির, আগের দিনের দরে হাতবদল হয়েছে ৫৫টির। আগের দিন সূচক বেশি কমলেও ১৫৬টির দরপতনের বিপরীতে দর বেড়েছিল ১৮০টি কোম্পানির।