চট্টগ্রামের মিরসরাইয়ে সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনসহ ২৯ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। সাবেক এমপি মাহবুব উর রহমান রুহেল ও বারইয়ারহাট পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম খোকনকে হুকুমের আসামি করা হয়েছে। এছাড়া মামলায় অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার নামীয় আসামি জাহিদুল হাসান ও মোশাররফ হোসেনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।
রোববার (৬ অক্টোবর) রাতে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসন বাদী হয়ে মামলাটি করেন।
মামলার তদন্ত কর্মকর্তা জোরারগঞ্জ থানার এসআই মো. আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন।