সালমান, দীপু মনি, ইনু, মেননসহ ছয়জন আবার বিভিন্ন মেয়াদে রিমান্ডে

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে
প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা পৃথক সাতটি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ ও শিল্পবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানসহ ছয়জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ মঙ্গলবার সকালে এ আদেশ দেন। এছাড়া রিমান্ড মঞ্জুর হওয়া অন্য পাঁচ আসামি হলেন সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি; জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু; বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন; সাবেক তথ্য, যোগাযোগ ও প্রযুক্তিবিষয়ক প্রতিমন্ত্রী জনুাইদ আহ্‌মেদ ও পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (এডিআইজি) মশিউর রহমান।

আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলি করে হত্যার অভিযোগে যাত্রাবাড়ী থানায় দায়ের করা পৃথক সাতটি হত্যা মামলায় আজ মঙ্গলবার সকাল সাতটার পর সালমান এফ রহমানসহ ছয়জনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এরপর তাঁদের প্রত্যেককে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়।

আসামিপক্ষ থেকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করে জামিনের আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত প্রত্যেকটি মামলায় বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়ে আসামিদের জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন।
এ ছাড়া রমনা থানার একটি হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ নয়জনকে গ্রেপ্তার দেখানোর অনুমতি দিয়েছেন আদালত।

আনিসুল ছাড়া অন্য আটজন হলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, পুলিশের সাবেক মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক ও চৌধুরী আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত উপমহাপরিদর্শক মশিউর রহমান ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।

আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আজ মঙ্গলবার সকাল সাতটার পর সাবেক মন্ত্রী আনিসুল হক, আসাদুজ্জামান নূরসহ নয়জনকে কারাগার থেকে আদালত হাজির করা হয়। এরপর তাঁদের রমনা থানায় করা হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে রমনা থানা-পুলিশ। পরে আদালত তাঁদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। শুনানি শেষে সকাল ১০টার পর তাঁদের আবার কারাগারে পাঠানো হয়েছে।

৫ আগস্টের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রাজধানীসহ সারা দেশে ২২৭টি মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ১৯৫টি হত্যা মামলা। অধিকাংশ মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানসহ ক্ষমতাচ্যুত সরকারের মন্ত্রী, আওয়ামী লীগের নেতা, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনারসহ পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও কয়েকজন সাবেক সরকারি কর্মকর্তাকে আসামি করা হয়েছে।

  • ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত
  • #