কুষ্টিয়ার দৌলতপুরে বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি আরও ৯ জন আহত হয়েছেন। বুধবার (৯ অক্টোবর) দুপুর ৩টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ গইড়িপাড়া এলাকায় বজ্রপাতে এ হতাহতের ঘটনা ঘটে।
দৌলতপুর থানা পুলিশ ও দৌলতপুর হাসপাতাল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। প্রাণ হারানোরা হলেন উপজেলার হোসেনাবাদ গইড়ি পাড়া এলাকার মৃত হাউস জোয়াদ্দারের ছেলে আওলাদ হোসেন (৬২), ময়েন উদ্দিনের ছেলে নিজাম উদ্দিন (৫৫), মুজাম উদ্দিনের ছেলে তরিকুল (২৫) এবং ফারাকপুর বটতলা গ্রামের জামান আলীর স্ত্রী জহুরা (৪০)। আর আহতরা দৌলতপুর হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
স্থানীয়রা জানান, বজ্রপাতে প্রাণ হারানোরা ঘটনার সময় তামাকের চারা রোপণের জন্য জমি তৈরি করছিলেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, হতাহতরা সবাই মাঠের কাজ করছিল। এসময় প্রচণ্ড জোরে বজ্রসহ বৃষ্টি শুরু হলে তারা একটি ছাপড়া (একচালা) ঘরের নিচে গিয়ে আশ্রয় নেয়। সেখানে বজ্রপাত হলে সকলেই আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন।