রাজধানীর বাড্ডায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মো. এমদাদুল হক হত্যা মামলায় রাকিবুল ইসলাম ওরফে শিশির নামে যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে বাড্ডা থানা পুলিশ।
মঙ্গলবার (৮ অক্টোবর) রাত ৯টার দিকে উত্তর বাড্ডার ময়নারবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপির মিডিয়া জনসংযোগ বিভাগ। রাতে এক বার্তায় ডিএমপি জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে উত্তর বাড্ডার এ এম জেড হাসপাতালের সামনে এমদাদুল হককে হত্যা করা হয়। এ ঘটনায় গত ৯ সেপ্টেস্বর বাড্ডা থানায় একটি মামলা হয়। পরে মামলার তদন্তকালে গোয়েন্দা তথ্য ও ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে যুবলীগ নেতা মো. রাকিবুল ইসলাম ওরফে শিশিরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার যুবলীগ নেতা রাজধানী