কিশোরগঞ্জের সাবেক এমপি সোহরাব ঢাকায় গ্রেপ্তার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে

কিশোরগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সোহরাব উদ্দিনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার তাকে রাজধানীর দিয়াবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। র‌্যাবের আইন ও গণামাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস এ তথ্য জানান।

তিনি বলেন, কিশোরগঞ্জ-২ আসনের সাবেক এমপি অ্যাডভোকেট সোহরাব উদ্দিনকে দিয়াবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে কিশোরগঞ্জ ও পাকুন্দিয়া থানায় মোট চার মামলা রয়েছে, যার দুটিতে তিনি এক নম্বর ও দুটিতে তিন নম্বর এজাহারভুক্ত আসামি।

গ্রেপ্তারের পর সোহরাব উদ্দিনকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাবের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।

  • অ্যাডভোকেট সোহরাব উদ্দিন
  • কিশোরগঞ্জ-২ সাবেক সংসদ সদস্য
  • গ্রেপ্তার
  • #