এবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সদ্য সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলামের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। এছাড়া খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য আক্তারুজ্জামান ও তাঁর স্ত্রী শারমিন আক্তারের বিদেশযাত্রায়ও নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। এর বাইরে প্রধানমন্ত্রীর সাবেক উপপ্রেস সচিব মুহাম্মদ আশরাফুল আলম ও তাঁর স্ত্রী রেজওয়ানা নূরের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন আজ বুধবার বিকেলে এ আদেশ দেন।
গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটার (পিপি) মাহমুদ হোসেন জাহাঙ্গীর।