আটক ৪৭ বাংলাদেশি জেলেকে ফেরত দিল মিয়ানমার

: চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২ মাস আগে

সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে মিয়ানমার নৌবাহিনীর হাতে আটক হওয়া ৪৭ বাংলাদেশি জেলেকে কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে মিয়ানমার নৌবাহিনীর ছোঁড়া গুলিতে এক বাংলাদেশি জেলে নিহত হন। এ সময় গুলিবিদ্ধ হন আরও দুজন।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে ৪৭ বাংলাদেশি জেলে টেকনাফ শাহপরীর দ্বীপ জেটিঘাটে এসে পৌঁছেছেন। বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ উপজেলার ইউএনও মো. আদনান চৌধুরী।

ইউএনও বলেন, গত বুধবার সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগর থেকে বাংলাদেশি ৬টি মাছ ধরার ট্রলারসহ ৫৮ জেলেকে মিয়ানমার নৌবাহিনী ধরে নিয়ে যায়। এ সময় দেশটির নৌবাহিনী বাংলাদেশি ট্রলারে লক্ষ্য করে গুলি ছুড়লে ট্রলারের থাকা জেলে মো. ওসমান গনি নিহত হন। এবং আরও দুই জেলে মো. রাজু ও মো. রফিক গুলিবিদ্ধ হয়। এ ঘটনার পরে বৃহস্পতিবার মিয়ানমার নৌবাহিনীর গুলিতে নিহত জেলের লাশসহ ১১ জনকে দুপুরের দিকে বাংলাদেশ কোস্ট গার্ডের নিকট হস্তান্তর করে। বাকি ৪৭ জনকে রেখে দেওয়ার পরে একই দিন সন্ধ্যায় তাদের মুক্তি দেয়।

ইউএনও আরও বলেন, বর্তমানে নিহত জেলেসহ ৫৮ বাংলাদেশি জেলে টেকনাফের শাহপরীর দ্বীপে অবস্থান করছেন।

  • বাংলাদেশি জেলে
  • মিয়ানমার
  • #