প্রতিবন্ধীকে গলা কেটে হত্যা

: চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২ মাস আগে
প্রতীকী ছবি

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুরে প্রতিবন্ধীর দোকানে ডাকাতি করতে গিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে একজনকে। নিহত প্রতিবন্ধী জালাল মিয়া (৫০)। তিনি চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের চেগানগর গ্রামের রুসমত আলীর ছেলে।

জানা যায়- নিহত ব্যক্তি শারীরিক প্রতিবন্ধী। বৃহস্পতিবার (১০ অক্টোবর)গভীর রাতে দোকান ঘরে প্রবেশ করে গলাকেটে জবাই করে হত্যা করে লাশ মাটিতে ফেলে পালিয়ে যায়। সকালে লোকজন দোকানে মালামাল কিনতে আসলে ঘটনা দেখতে পেয়ে নিহতের আত্মীয়-স্বজনকে খবর দেয়।

থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাস্থল দোকানের একটি ড্রয়ার ভাঙা পাওয়া যায়। অপর একটি ড্রয়ার তালাবদ্ধ পাওয়া যায়, তালাবদ্ধ ড্রয়ার খুলে তেত্রিশ হাজার টাকা নগদ পওয়া যায়। লোকজনের ধারণা দুষ্কৃতিকারীরা ভাঙা ড্রয়ারের টাকা লুট করা কালে হয়ত ভিকটিম বাধা দিয়ে থাকলে উক্ত ঘটনা ঘটেছে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ কবির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • চুনারুঘাট
  • প্রতিবন্ধী
  • হত্যা
  • হবিগঞ্জ
  • #