কক্সবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর এহসান আটক

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে

কক্সবাজার পৌরসভার ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এহসান উল্লাহকে আটক করেছে সেনাবাহিনীর একটি দল। শুক্রবার (১০ অক্টোবর) বিকাল সাড়ে ৫টার দিকে কক্সবাজার শহরের গোলদিঘি পাড় এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আমিন নোমান। তিনি জানিয়েছেন, সেনাবাহিনীর একটি দল কাউন্সিলর এহসান উল্লাহকে আটক করেছে।  পরে থানায় হস্তান্তরের জন্য পুলিশকে খবর দেন। সেনাবাহিনীর কাছ থেকে তাকে বুঝে নিয়েছে থানা পুলিশ।

ওসি বলেন, কাউন্সিলর এহসান উল্লাহর বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ রয়েছে। এ সংক্রান্ত থানায় দায়ের করা একাধিক মামলায় এজহারনামীয় আসামি হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন তিনি।

  • আটক
  • কক্সবাজার
  • পৌরসভা
  • সাবেক কাউন্সিলর
  • #