অর্ন্তবর্তী সরকার এখন পর্যন্ত মানুষের নিরাপত্তা দিতে পারেনি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। প্রশাসন নড়বড়ে, অর্থনীতি নাজুক, আইন-শৃঙ্খলা ভেঙে পড়েছে।
শনিবার (১২ অক্টোবর) বিকেলে রংপুর নগরীর দর্শনাস্থ পল্লী নিবাস বাসভবনে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।
দেশের উন্নয়নের সঙ্গে আমাদের দলের ইতিহাস আছে, দীর্ঘদিন রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলে এসেছি তাদের সর্বাত্মক সহযোগিতা করবে জাতীয় পার্টি। কিন্তু হঠাৎ করে সংলাপে ডাকা হলো না শাস্তিস্বরূপ এবং সেটিকে ব্যাপকভাবে প্রচারণ করা হচ্ছে। যা আমাদের জন্য বিব্রতকর বলেও মন্তব্য করেন জি এম কাদের।
এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এইচ এম ইয়াসির আহমেদ, ভাইস চেয়ারম্যান আজমল হোসেন লেবু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, মহানগর জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি লোকমান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।