রাজধানীতে দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান ইসলাম তামিমকে পিটিয়ে হত্যার সঙ্গে বিএনপির কেন্দ্রীয় নেতা শেখ রবিউল আলম রবির সংশ্লিষ্টতা পেয়েছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তারের পর রবির সংশ্লিষ্টতার তথ্য জানিয়েছে পুলিশ। তাঁকে শোকজ করেছে বিএনপি। এদিকে হাতিরঝিল থানার ওসির বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগেরও সত্যতা মিলেছে বলে জানিয়েছেন তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) রুহুল কবির খান।
বৃহস্পতিবার রাজধানীর হাতিরঝিল মহানগর প্রজেক্টে নিজ বাসায় তামিমকে ২০ থেকে ২৫ ব্যক্তি পিটিয়ে হত্যা করে। ওই ঘটনায় নিহতের বাবা সুলতান আহমেদ বাদী হয়ে হাতিরঝিল থানায় বিএনপি নেতা রবি, মামুনসহ ১৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। এ ঘটনায় গ্রেপ্তাররা হলেন প্লিজেন্ট প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপক আব্দুল লতিফ, কুরবান আলী, মো. মাহিন, মোজাম্মেল হক কবির ও বাঁধন।
হত্যাকাণ্ডের বিস্তারিত জানাতে শুক্রবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করে পুলিশ। সেখানে তেজগাঁও বিভাগের ডিসি রুহুল কবির খান বলেন, আবাসন নির্মাতা প্রতিষ্ঠান প্লিজেন্ট প্রপার্টিজ লিমিটেডের মালিক বিএনপি নেতা রবি। জমির মালিকের সঙ্গে তাঁর দ্বন্দ্ব চলে আসছিল। সুতরাং তাঁর তো দায় থাকবেই। প্রাথমিক তদন্তে তাঁর সম্পৃক্ততাও পাওয়া গেছে। এ ঘটনায় আর কার কী ভূমিকা ছিল, তা তদন্তে উঠে আসবে।
রবির ইন্ধনে এ হামলা হয়েছে বলে অভিযোগ করে নিহত তামিমের পরিবার। এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা মামুনের সম্পৃক্ততার অভিযোগও তাদের
এ বিষয়ে ডিসি রুহুল কবির বলেন, মামলার তদন্তে রাজনৈতিক পরিচয় বিবেচ্য বিষয় নয়, অপরাধ ও অপরাধী হিসেবে দেখছি। সে যেই হোক, তাঁর দায় থাকলে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হবে। এ ছাড়া মাদকের ওই কর্মকর্তা মামুনকে মামলার এক নম্বর আসামি করা হয়েছে। তাঁর সম্পৃক্ততার বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।
এ ঘটনায় রাজনৈতিক প্রভাব থাকায় পুলিশ ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে জানতে চাইলে রুহুল কবির বলেন, দায়িত্বে অবহেলার অভিযোগে হাতিরঝিল থানার ওসি সাইফুল ইসলামকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
হাতিরঝিল থানার নতুন ওসি গোলাম আজম বলেন, গ্রেপ্তার আসামিদের গতকাল চার দিন করে রিমান্ড আবেদন মঞ্জুর করা হয়েছে। এ বিষয়ে বক্তব্য জানতে বিএনপি নেতা রবি ও মাদকের কর্মকর্তা মামুনকে ফোন করা হয়। তবে তাদের ফোন নম্বর বন্ধ পাওয়া যায়।