প্রবালদ্বীপ সেন্টমার্টিন নিয়ে ষড়যন্ত্র চলছে অভিযোগ করে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। শুক্রবার দুপুরে ‘পরিবেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ স্লোগানে স্থানীয় বাসিন্দা জোবাইর হোসেনের নেতৃত্বে এই মানববন্ধন করা হয়। পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এতে অংশ নেন। মানববন্ধনে টেকনাফ থেকে জাহাজ চলাচল শুরু ও লক্ষাধিক মানুষের জীবিকা বাঁচিয়ে রাখার দাবি জানানো হয়েছে।
এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে উদ্দেশ্যে করে স্থানীয় ইউপি সদস্য ছৈয়দ আলম বলেন, এমন উদ্যোগ গ্রহণ করবেন না, যাতে দ্বীপবাসী ক্ষতিগ্রস্ত হয়। এই দ্বীপ নিয়ে আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র চলছে। কারও কাছে এই দ্বীপ বিক্রি করতে দেওয়া হবে না। এই দ্বীপ এখানকার বসবাসকারীদের। দ্বীপে আমরা আছি, আমরা থাকবো।
তিনি আরও বলেন, দ্বীপে পর্যটকরা যদি রাত্রিযাপন করতে না পারে, তাহলে দেশি-বিদেশি পর্যটকরা সেন্টমার্টিন বিমুখ হবেন। তাই সরকারের উচিত দ্বীপে রাত্রিযাপনে নিষেধাজ্ঞা না দেওয়া। এখানে দুই হাজার পরিবারের সাড়ে দশ হাজার লোক বসবাস করে, তাদের কথা ভাবা উচিত। সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত কোনও স্টেকহোল্ডারদের দ্বীপে ঢুকতে দেওয়া হবে না।
দ্বীপের বাসিন্দা নুর আলম বলেন, দ্বীপে পর্যটক আসা যাবে কিন্তু রাত্রিযাপন করা যাবে না এই সিদ্ধান্তের প্রতিবাদে আজকের এই মানববন্ধন। একজন উপদেষ্টা দ্বীপবাসীকে নিয়ে বৈষম্য তৈরি করছেন। আমরা এই উপদেষ্টার পদত্যাগ চাই। ঢাকার ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে দ্বীপবাসীর বিরুদ্ধে যে সিদ্ধান্ত নেবেন, সেটি আমরা বাস্তবায়ন করতে দেবো না।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন নুর আলম আরমান, ইসহাক মাহামুদ চৌধুরী, মৌলভী আবদুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান নুর আহমেদ, স্থানীয় বাসিন্দা শাহীন, আলী হায়দার, জিয়াউল হক জিয়া প্রমুখ।