ফেসবুকে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে ২ যুবক গ্রেপ্তার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে

কুড়িগ্রামের রাজারহাটে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১২ অক্টোবর) দুপুরের দিকে শাহীন আলম ও পরে বিকেলে লাভলু মিয়াকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন শাহীন আলম (৩০) রাজারহাট উপজেলার ফুলবাড়ি উপনচৌকি গ্রামের বাসিন্দা এবং লাভলু মিয়া (২৯) উলিপুর উপজেলার মন্ডলের হাট ব্যাপারী পাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে শাহীন আলম নামের এক যুবক তার ফেসবুক আইডিতে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তিমূলক পোস্ট করেন। পরবর্তীতে উক্ত ফেসবুক পোস্টটি জেলা পুলিশ সুপারসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণের নজরে আসে। এরপর পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান তাৎক্ষণিকভাবে সদর থানা সার্কেলের কর্মকর্তাকে বিষয়টি নিয়ে দায়িত্ব প্রদান করেন। এরপর তিনি পুলিশ সদস্যদের নিয়ে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে কটূক্তিকারী শাহীন আলমকে দুপুরের দিকে জেলা সদর থেকে গ্রেফতার করেন। এছাড়া গ্রেপ্তারকৃত যুবকের দেওয়া তথ্যের ভিত্তিতে এই ঘটনার সঙ্গে জড়িত লাভলু মিয়া নামের আরও একজনকে উলিপুর উপজেলার মন্ডলের হাট এলাকা থেকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান বলেন, দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। উক্ত ঘটনার সঙ্গে আরো কেউ জড়িত আছে কিনা, সে বিষয়ে অনুসন্ধান অব্যাহত রয়েছে।

  • অভিযোগ. গ্রেপ্তার
  • কটূক্তি
  • ফেসবু
  • মহানবী (সা.)
  • #