সেনা-র‌্যাবের পোশাকে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৬

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে

রাজধানীর মোহাম্মদপুরে সেনাবাহিনী ও র‌্যাবের পোশাক পরে সংঘবদ্ধ ডাকাত দল একটি বাসায় ঢুকে ডাকাতির ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রবিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

তালেবুর রহমান জানান, শনিবার রাতে ব্যবসায়ী আবু বকর এই ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি মামলা করেন। এরপরই অভিযান শুরু হয়। গ্রেপ্তারকৃত ৬ জনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তাঁরা আদৌ কোনো বাহিনীর কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

এরআগে, শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে মোহাম্মদপুর তিন রাস্তা মোড়ের কাছে ব্যবসায়ী আবু বকরের বাড়িতে সেনাবাহিনী ও র‌্যাবের পোশাক পরে সংঘবদ্ধ ডাকাত দল ঢুকে ৭৫ লাখ টাকা ও ৭০ ভরি স্বর্ণালংকার লুট করে।

  • গ্রেপ্তার
  • ডাকাতি
  • মোহাম্মদপুর
  • রাজধানী
  • #