সাবেক এমপি লাবু চৌধুরীর বিরুদ্ধে আরো এক মামলা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ বছর আগে

ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনের সাবেক সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরীর বিরুদ্ধে আরো একটি মামলা হয়েছে। মামলায় শেখ হাসিনাসহ আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এর আগে লাবু চৌধুরীর নামে একটি হত্যা মামলা হয়।

শনিবার (১২ অক্টোবর) বিকেলে মামলার বিষয়টি নিশ্চিত করেন ফরিদপুরের পুলিশ সুপার মো. আব্দুল জলিল ।

গত বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেলে কোতয়ালী থানায় হত্যাচেষ্টার এই মামলাটি দায়ের করেন ফরিদপুর সদরের মামুদপুর এলাকার মো. সিদ্দিকুর রহমানের ছেলে মো. মুজাহিদুল ইসলাম।

ফরিদপুরের পুলিশ সুপার মো. আব্দুল জলিল বলেন, মামলায় শাহদাব আকবর লাবু চৌধুরী ছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের ১২৫ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।

  • মামলা
  • শাহদাব আকবর লাবু চৌধুরী
  • সাবেক সংসদ সদস্য
  • #