পাকিস্তানের উত্তর-পশ্চিম অঞ্চলে উপজাতিদের মধ্যে সংঘর্ষে নারী শিশুসহ ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭জন। রোববার (১৩ অক্টোবর) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ডন এবং আল জাজিরা।
প্রতিদ্বন্দ্বী উপজাতিদের মধ্যে গুলির ঘটনায় দুইজন গুরুতর আহত হওয়ার পরে শনিবার খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কুররাম জেলায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। তবে ঠিক কী কারণে গুলি চালানো হয়েছে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।
দ্য ডন বলছে, শনিবার কুররাম জেলায় দুই গ্রুপের মধ্যে সশস্ত্র সংঘর্ষে দুই নারী ও এক শিশুসহ ১৫ জন নিহত ও আরও সাতজন আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।
দুই উপজাতির মধ্যে এমন ভয়াবহ সংঘর্ষের ঘটনায় স্থানীয় নেতারা উদ্বেগ প্রকাশ করেছেন। স্থানীয় উপজাতি পরিষদের সদস্য পীর হায়দার গণমাধ্যমে বলেছেন, ইতিমধ্যেই তারা উত্তেজনা নিরসনে উভয় উপজাতির নেতাদের সঙ্গে আলাপ করেছেন। সংঘর্ষের ঘটনায় স্থানীয়ভাবে শান্তি বিনষ্ট হয়েছে বলে মনে করছেন উপজাতি পরিষদের সদস্যরা।
গত সেপ্টেম্বরে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ওই অঞ্চলে ৪৬ জন নিহত হয়েছিলেন। সেসময় উপজাতির মধ্যে আলোচনার সুবিধার্থে একটি স্থানীয় কমিটি নিযুক্ত করেছিল জেলা প্রশাসক। ধারণা করা হচ্ছে জমি সংক্রান্ত বিরোধের জের ধরেই পুনরায় উত্তপ্ত হয়েছে কুররাম জেলা।