মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে নতুন সচিব

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন সিদ্দিক জোবায়ের। তাঁকে দুই বছরের চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। আজ সোমবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে সিদ্দিক জোবায়েরকে নিয়োগ দেওয়া হয়েছে।
সিদ্দিক জোবায়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব পদে শেখ আবদুর রশিদের স্থলাভিষিক্ত হচ্ছেন।

রাজনৈতিক পটপরিবর্তনে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর শেখ আবদুর রশিদকে দুই বছরের জন্য চুক্তির ভিত্তিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব করা হয়েছিল। পরে তাঁকে মন্ত্রিপরিষদ সচিব করা হয়।

  • মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ
  • শিক্ষা মন্ত্রণালয়
  • সিনিয়র সচিব. চুক্তিভিত্তিক নিয়োগ
  • #