কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় বাবার বিরুদ্ধে পাঁচ বছর বয়সী এক শিশুকন্যাকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। রবিবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় জোড়কানন পূর্ব ইউনিয়নের নির্ভয়পুর গ্রাম থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
অভিযুক্ত বাবা তাজুল ইসলামকে (৪২) স্থানীয়রা আটক করে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। নিহত শিশুর নাম মারিয়া সুলতানা (৫)। তার মায়ের নাম রেহানা আক্তার। স্ত্রী ও সন্তান নিয়ে নির্ভয়পুর গুচ্ছ গ্রামে থাকতেন তাজুল ইসলাম।
কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বাড়ির পাশে ভারত সীমান্ত এলাকা থেকে বিজিবির সহায়তায় মাটি চাপা দেওয়া মারিয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।
অভিযুক্ত তাজুল ইসলাম পুলিশ হেফাজতে রয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাজুল ইসলাম পুলিশকে জানায়, শুক্রবার (১১ অক্টোবর) সকাল ১০টার দিকে শিশু মেয়ে মারিয়াসহ তিনি গাছের চারা রোপণ করতে যান। এক পর্যায়ে মেয়েকে একটি গাছের ডাল নিয়ে আসতে বলেন তিনি। সে কথা না শুনায় ক্ষিপ্ত হয়ে দা দিয়ে গলায় কোপ দেন তাজুল।
সেই কোপে ঘটনাস্থলেই মারা যায় মারিয়া। তাকে জঙ্গলে মাটিচাপা দিয়ে বাড়িতে গিয়ে তিনি বলেন, মেয়ে হারিয়ে গেছে।
এ ঘটনায় নিহত শিশুর মা রেহানা আক্তার বাদী হয়ে থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছে পুলিশ।