পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি জনগোষ্ঠীর ওপর ক্রমবর্ধমান সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আদিবাসী-বিষয়ক জাতিসংঘের জাতিসংঘের স্থায়ী ফোরাম ও বিশেষ দূত। সোমবার (১৪ অক্টোবর) ফোরামের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এই উদ্বেগ জানানো হয়। বিবৃতিতে স্বাক্ষর করেছেন জাতিসংঘের আদিবাসী বিষয়ক স্থায়ী ফোরামের চেয়ারপারসন হিন্দৌ অউমারৌ ইব্রাহিম এবং আদিবাসীদের অধিকারবিষয়ক বিশেষ দূত হোসে ফ্রান্সিসকো কালি তাজায়।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, স্থায়ী ফোরামের অধিবেশনগুলোতে পার্বত্য চট্টগ্রামে জুম্ম জনগোষ্ঠী ও বাঙালিদের মধ্যে উত্তেজনা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে। ২০২৪ সালের সেপ্টেম্বরের উদ্বেগজনক ঘটনার মধ্য দিয়ে এই উত্তেজনা চূড়ান্ত রূপ ধারণ করেছে। সাম্প্রতিক সহিংসতার ঘটনাগুলো জুম্ম জনগোষ্ঠীর দীর্ঘদিন ধরে চলা বৈষম্য ও প্রান্তিককরণের প্রেক্ষাপটে ঘটছে, যারা কয়েক দশক ধরে জোরপূর্বক উচ্ছেদ এবং অঞ্চলে সামরিকীকরণের শিকার।
জুম্ম জনগণের ওপর সহিংস ও নির্বিচার আক্রমণ বন্ধে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার জন্য বিবৃতিতে আহ্বান জানানো হয়েছে। বিচারহীনতার সংস্কৃতি বেন্ধ সহিংসতার অভিযোগ তদন্তের জন্য একটি নিরপেক্ষ কমিশন গঠন এবং অপরাধীদের শাস্তির আওতায় আনতে আহ্বান জানিয়েছেন স্থায়ী ফোরামের চেয়ারম্যান ও বিশেষ দূত।