ইন্দুরকানীতে ডোবা থেকে আওয়ামী লীগ কর্মী মরদেহ উদ্ধার

: বরিশাল ব্যুরো
প্রকাশ: ২ মাস আগে

পিরোজপুরের ইন্দুরকানীতে ডোবার মধ্য থেকে আওয়ামী লীগ কর্মী হরলাল সরকারের (৬৫) ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে উপজেলার পূর্ব চরবলেশ্বর গ্রামে নিজ বাড়ির ঘরের পাশে ডোবার মধ্য থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। হরলাল সরকার ওই গ্রামের মৃত যথুনাথ সরকারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, হরলাল সরকার এবং তার স্ত্রী কল্পনা রানী সোমবার রাতে বাড়ির পাশে গৌতম সরকারের বাড়িতে টিভি দেখতে যায়।

রাত সাড়ে ১০টার দিকে হরলাল সরকার একা তার নিজ বাড়িতে চলে আসে। তার স্ত্রী রাতে বাসায় না এসে গৌতম সরকারের বাড়িতেই ছিল। খুব ভোরে তার স্ত্রী বাড়িতে এসে ঘর তালাবদ্ধ অবস্থায় দেখতে পেয়ে স্বামীকে খোঁজাখুঁজি করে।
পরে ঘরের পাশে পুকুর সংলগ্ন ডোবার মধ্যে তার স্বামীর মরদেহ ভাসতে দেখে।

এ সময় তার ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে স্থানীয় থানা পুলিশকে খবর দেয়। পরে সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য থানায় নিয়ে যায়। মরদেহ উদ্ধারের সময় তার একহাতে টর্চলাইট ছিল এবং এক হাতে কনুই বরাবর রক্তাক্ত চিহ্ন দেখা যায়। এ ঘটনায় তার স্ত্রীর ধারণা, রাতেই কোনো দুর্ঘটনার শিকার হয়েছেন তার স্বামী।

হরলালের ছেলে চন্ডিপুর ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক জয় সরকার বলেন, আমি ও আমার বোন চন্দ্রা সরকার গত ৫ আগস্ট থেকে দেশজুড়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হওয়ার পর পার্শ্ববর্তী উপজেলা মোড়লগঞ্জে এক আত্মীয় বাড়িতে গিয়ে আশ্রয় নেই। বাবার এই ঘটনার খবর পেয়ে আমরা দুই ভাই-বোন আজ বাড়িতে ছুটে আসি। তার বাবার এ মৃত্যু রহস্যজনক বলে জানান তিনি।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মারুফ হোসেন জানান, খবর পেয়ে বাড়ির পাশে ডোবা থেকে হরলাল সরকারের মরদেহ উদ্ধার করা হয়। তবে এটি হত্যা না স্বাভাবিক মৃত্যু তা পোস্টমর্টেম রিপোর্টের পর জানা যাবে।

  • আওয়ামী লীগ কর্মী
  • ইন্দুরকানী
  • উদ্ধার
  • মরদেহ
  • #