মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৃথক স্থান থেকে অজ্ঞাতপরিচয় নারীসহ দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে উপজেলার কালিঘাট চা বাগান ও ডলুছড়া থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
শ্রীমঙ্গল থানার ওসি মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার সকালে উপজেলার কালিঘাট চা বাগান থেকে আবুল খায়ের (৩০) নামে একজনের লাশ উদ্ধার করে পুলিশ। তার গলায় ছুরির আঘাত রয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত আবুল খায়ের উপজেলার মুসলিমবাগ এলাকার আনসার আলীর ছেলে।
ওসি আমিনুল ইসলাম আরও বলেন, এদিকে দুপুরে উপজেলার ডলুছড়া পাহাড়ি এলাকা থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় এখনো শনাক্ত হয়নি।