সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক দুই দিনের রিমান্ডে

: আদালত প্রতিবেদক
প্রকাশ: ২ মাস আগে

ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় সাবেক কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৫ অক্টোবর) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হকের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আরিফ তার সাত দিনের রিমান্ড আবেদন করেন।

এর আগে সোমবার রাত পৌনে ৮টার দিকে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

  • ড. আব্দুর রাজ্জাক
  • রিমান্ডে
  • সাবেক কৃষিমন্ত্রী
  • #