অবৈধ সম্পদ অর্জন ও সম্পদ গোপনের অভিযোগে সমবায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ ও তার স্ত্রী নূরজাহান বেগমের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১৬ অক্টোবর) ঢাকার সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দুটি করেন দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম।
মামলার এজাহারে বলা হয়, সমবায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ দুই কোটি ৭০ লাখ ৬৩ হাজার ৯৮ টাকার জ্ঞাত আয়ের উৎসবহির্ভূত সম্পদ অর্জন ও দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
অন্যদিকে, মহিউদ্দিন আহমেদের স্ত্রী অসৎ উপায়ে উপার্জিত অর্থ দিয়ে জ্ঞাত আয়ের উৎসবহির্ভূত ১৪ লাখ ৭০ হাজার ৫৬৫ টাকার সম্পদ গোপন এবং এক কোটি ১৯ লাখ ৬৪ হাজার ৮০২ টাকার অবৈধ সম্পদ অর্জন ও দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।