টঙ্গী থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রজব আলী ও তার ভাই গাজীপুর সিটি করপোরেশনের ৪৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাদেক আলী গ্রেপ্তার হয়েছেন। মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে মরকুন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান বলেন, গত ২০ জুলাই বেলা সাড়ে ১২টায় কলেজ গেইট এলাকায় কোটাবিরোধী আন্দলনে সহিংসতার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়।
আহতদের মধ্যে আন্দোলনরত ছাত্র নয়ন হোসেন (২০) পায়ে গুলিবিদ্ধ হয়। এই ঘটনায় আহত নয়নের বাবা জাকির হোসেন ৭৯ জনকে শনাক্ত ও ৯০/১০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে গত ১৮ আগষ্ট টঙ্গী পূর্ব থানায় একটি মামলা করেন। এই মামলায় সন্দেহভাজন আাসামি হিসেবে তাদের গ্রেফতার করা হয়।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ কায়সার আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, থানায় রুজু হওয়া একটি রাজনৈতিক মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে