সিদ্ধিরগঞ্জে কৃষকদলের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৬ মাস আগে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ট্রাকের হেলপারকে মারধর করে নগদ টাকা ও মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা মামলায় কৃষকদলের ৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিদ্ধিরগঞ্জের বাজার এলাকার মো. রুবেল (৩৪), মো. সোহেল রানা (৪১), তার ছোট ভাই জুয়েল রানা (২২) ও সাদিকুল ইসলাম সুজন। তাদের সবার বাড়ি সিদ্ধিরগঞ্জের ওমরপুর (হারানো পুকুরপাড়) এলাকায়।

সোমবার (১৪ অক্টোবর) রাতে সিটি কর্পোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জ বাজার এলাকায় স্থানীয় সাবেক কাউন্সিলরের কার্যালয়ের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পরে মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে গ্রেফতারকৃতদের র‍্যাব সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে। সন্ধ্যয় বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন।

এর আগে মারধরের শিকার ট্রাকের হেলপার নুর হোসেন বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করলে থানা পুলিশের পাশাপাশি আসামিদের গ্রেপ্তার অভিযানে নামে র‌্যাব-১১।

জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে সাদিকুল ইসলাম সুজন ৫ নম্বর ওয়ার্ড কৃষকদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি, মো. সোহেল রানা সাবেক সাধারণ সম্পাদক, জুয়েল রানা সাবেক কোষাধ্যক্ষ ও মো. রুবেল সাবেক কৃষকদল কর্মী।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদলের আহ্বায়ক তৈয়ম হোসেন বলেন, তাদের (আসামিরা) কমিটি আমরাই দিয়েছিলাম। কিন্তু পরে তাদের বিরুদ্ধে মারামারিসহ অনেক অভিযোগ পাওয়ার পর তখন আমরা এই কমিটি বিলুপ্ত করে দেই। বর্তমানে তারা আমাদের কৃষকদলের কেউ নন।

সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদলের সদস্য সচিব এস এইচ মুন্না বলেন, বর্তমানে তারা আমাদের দলের কেউ নন। তাই তাদের কোন কর্মকাণ্ডের দায়ভার কৃষকদল নেবে না।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, ছিনতাই মামলায় চার আসামিকে র‍্যাব গ্রেপ্তার করে আমাদের কাছে হস্তান্তর করেছে। আসামিদের বিরুদ্ধে ইতিপূর্বে থানায় ছিনতাই মামলা দায়ের হয়েছে। সেই মামলায় আসামিদের আদালতে পাঠানো হবে।

  • কৃষকদল
  • গ্রেপ্তার
  • নেতাকর্মী
  • সিদ্ধিরগঞ্জ
  • #