বিচারকদের পদত্যাগ দাবিতে হাইকোর্ট ঘেরাও শিক্ষার্থীদের

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে

বিচারকদের পদত্যাগের দাবিতে হাইকোর্ট চত্বরে বিক্ষোভ করছেন একদল শিক্ষার্থী। আওয়ামীপন্থী বিচারপতিদের অপসারণসহ নানা স্লোগান দিচ্ছেন তারা। বুধবার (১৬ অক্টোবর) দুপুরে ঢাবির রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে হাইকোর্টের অ্যানেক্স ভবনের সামনে অবস্থান নেয় তারা।

একই দাবিতে ‘বৈষম্যবিরোধী আইন সমাজ’ ব্যানারে একদল আইনজীবীও সেখানে জড়ো হয়েছেন। আর শিক্ষার্থীরা জড়ো হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়) ব্যানারে।

এ সময় শিক্ষার্থীরা ‘ঘেরাও ঘেরাও ঘেরাও হবে-হাইকোর্ট ঘেরাও হবে’, ‘দিয়েছি তো রক্ত-আরও দেব রক্ত’, ‘রক্তের বন্যায়-ভেসে যাবে অন্যায়’, ‘ফ্যাসিবাদের আস্তানা-ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই-খুনি হাসিনার ফাঁসি চাই’- ইত্যাদি স্লোগান দেন।

এর আগে সকাল সাড়ে ১০টা থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে জড়ো হয়ে হাইকোর্টের উদ্দেশে রওনা দেয় জাতীয় নাগরিক কমিটি। পরে রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা হাইকোর্ট অভিমুখে মিছিল শুরু করে।

বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বেলা ১১টার দিকে ফেসবুক পোস্টে লিখেছেন, যখই শকুনরা স্বাধীনতা খামচে ধরার স্পর্ধা দেখাবে তখনই রাজপথ হবে আমদের ঠিকানা। চলে আসুন রাজু ভাস্কর্যের পাদদেশে। গন্তব্য হাইকোর্ট।

  • ঘেরাও
  • শিক্ষার্থী
  • হাইকোর্ট
  • #