১২ বিচারপতিকে চায়ের আমন্ত্রণ প্রধান বিচারপতির

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে

নানা অভিযোগ ওঠায় ১২ বিচারপতিকে চায়ের আমন্ত্রণ জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বুধবার (১৬ অক্টোবর) সকালে তাদের আমন্ত্রণ জানানো হয়েছে। এ উপলক্ষ্যে প্রধান বিচারপতির আজকের দিনের পূর্ব নির্ধারিত কর্মসূচিতে পরিবর্তন আনা হয়েছে।

সূত্র বলছে, নিমন্ত্রণে হাজির হওয়া ১২ বিচারপতি আজকের পর থেকে বিচারিক ক্ষমতা হারাতে পারেন। এমনকি অপসারণও করা হতে পারে তাদের।

জানা গেছে, আমন্ত্রণ পাওয়া ১২ বিচারপতির বিরুদ্ধে নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে। তারা  আওয়ামী সরকারের দোসর হিসেবে কাজ করেছেন বলেও অভিযোগ উঠেছে।

এর আগে আওয়ামীপন্থি বিচারকদের পদত্যাগের দাবিতে হাইকোর্ট ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম।

  • প্রধান বিচারপতি
  • বিচারপতি
  • #