সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও লালমনিরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাকে জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুদকের পক্ষ থেকে একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে।
আগামী (২৩ অক্টোবর) দুদকে উপস্থিত হয়ে অনুসন্ধান টিমের কাছে তার বিরুদ্ধে থাকা অভিযোগের জবাব দিতে বলা হয়েছে। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ছাড়াও বুয়া প্রশিক্ষণের টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।
দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানান, নুরুজ্জামান আহমেদের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, ভুয়া রোগী সাজিয়ে সরকারি অনুদানের অর্থ হাতিয়ে নেওয়া, করোনাকালে বুয়া প্রশিক্ষণের বিল উত্তোলন করে আত্মসাৎ, ব্যাপক অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে টিআর, কাবিখাসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সরকারি অর্থ আত্মসাৎ করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে থাকা এসব অভিযোগ অনুসন্ধান ও যাচাই-বাছাইয়ের জন্য দুদক বৃহস্পতিবার একটি অনুসন্ধান টিম গঠন করে। দুদকের সহকারী পরিচালক মো. সহিদুর রহমানকে দলনেতা করে সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ ও উপ-সহকারী পরিচালক জাকির হোসেনকে সদস্য করে তিন সদস্যের অনুসন্ধান টিম গঠন করা হয়।
পরে অনুসন্ধান টিমের পক্ষ থেকে আগামী ২৩ অক্টোবর সকাল ১০টায় রেকর্ডপত্র নিয়ে দুদকে উপস্থিত থেকে অনুসন্ধান কাজে সহযোগিতার জন্য অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়।