কক্সবাজারের চকরিয়ায় বিচারিক আদালতের চলমান মামলার কার্যক্রমে হস্তক্ষেপ করা, বিচারকের বিরুদ্ধে অশালীন শব্দ প্রয়োগসহ আদালতের মান ক্ষুণ্ন করে সম্প্রতি মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে একটি চক্র। এ ঘটনায় বুধবার (১৬ অক্টোবর) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আইনজীবীরা অ্যাডভোকেট অ্যাসোসিয়েশনের পক্ষ হয়ে এ ধরনের কর্মকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করে নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন।
অ্যাসোসিয়েশনের দেওয়া লিখিত বিবৃতিতে বলা হয়েছে, বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, চকরিয়ার বিরুদ্ধে গত ১৩ অক্টোবর সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত স্বার্থান্বেষী ও বিভিন্ন মামলার আসামি, এলাকায় পাহাড়খেকো, বনদস্যু হিসাবে স্বীকৃত চিহ্নিত দুষ্কৃতিকারীসহ ৬০-৭০ জন মিলে মানববন্ধনের নামে আদালতের বিচারাধীন বিষয়ে যে শব্দচয়ন উচ্চারণ করেছে তা বিজ্ঞ আদালতের বিচারাধীন বিষয়ে নগ্ন হস্তক্ষেপের সমতুল্য।
ওই সময়ে কথিত বেআইনি মানববন্ধন থেকে পরবর্তী শুরু হওয়া মিছিলে বিচারক, বিচারিক মনোভাবের প্রতি অসম্মান, অশ্রদ্ধা প্রদর্শন বিচারককে উদ্দেশ্য করে যে অশ্লীল, অকথ্য, অশ্রাব্য শব্দচয়ন করা হয়েছে তা অনভিপ্রেত ও অগ্রহণযোগ্য।
বিবৃতিতে বলা হয়, আদালত একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। আদালতের বিচারাধীন আদেশের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নজিরবিহীন জনসমাবেশ বেআইনি, সংবিধান লঙ্ঘন এবং আইন ও আদালতের প্রতি বিচারপ্রার্থী জনসাধারণের আস্থাশীলতায় করাঘাতের শামিল। এই ধরনের অপতৎপরতা আইনের শাসনের প্রতি চরম বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনের শামিল। তাই চকরিয়া অ্যাডভোকেটস অ্যাসোসিয়েশনের সকল আইনজীবী তীব্র নিন্দা ও অসন্তোষ জ্ঞাপন করা হয়।
বিবৃতিতে স্বাক্ষর করেন সভাপতি হাবিব উদ্দিন মিন্টু ও সাধারণ সম্পাদক মিফতাহ উদ্দীন আহমদসহ শতাধিক আইনজীবী।