যুক্তরাষ্ট্রের ৫ নভেম্বর নির্বাচনে জয় না পেলে ফলাফল মেনে নেবেন না বলে জানিয়েছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে তিনি ফলাফল চ্যালেঞ্জ করতে পারেন। বুধবার (১৬ অক্টোবর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প সেপ্টেম্বরে মিশিগানের এক সমাবেশে বলেছিলেন, যদি আমি হেরে যাই তার একটাই কারণ থাকতে পারে; তা হলো প্রতারণা। জালিয়াতি করেই শুধু আমাকে হারানো সম্ভব।
প্রতিবেদনে আরো বলা হয়, ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের জয় মেনে নিতে ট্রাম্পের অস্বীকৃতি যুক্তরাষ্ট্রকে রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে ফেলে দিতে পারে।
তবুও, ট্রাম্প এবং তার মিত্ররা ৫ নভেম্বরের নির্বাচনে হারলে তার ডেমোক্র্যাটিক প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসের জয়ের বৈধতা নিয়ে চ্যালেঞ্জ করতে পারেন; যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে অপ্রত্যাশিত পরিণতি বয়ে আনতে পারে।