সমন্বয়ক পরিচয় দিয়ে খুলনায় এক ব্যবসায়ীকে অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ভুয়া সমন্বয়কসহ তাদের আটক এবং অপহৃত ব্যক্তিকে উদ্ধার করে। পরে ভুক্তভোগী বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেন। বুধবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সরদার মোন্তাজাবুর রহমান ওরফে জাবের, তাহমিদ রহমান, নাহিদ হাসান, এস এম শরিফ হোসেন ও ইমন হাওলাদার।
সোনাডাঙ্গা মডেল থানার ওসি শফিকুল ইসলাম জানান, অপহৃত শেখ অহিদুজ্জামান ও মোন্তাজাবুর রহমান জাবের পূর্বপরিচিত। চিকিৎসক দেখাতে ১৫ অক্টোবর অহিদুজ্জামান বাগেরহাট থেকে খুলনায় আসেন। পরে চা খাওয়ার কথা বলে তাঁকে নগরীর শিববাড়ি মোড়ে নিয়ে আসেন জাবের। সেখানে পৌঁছানোর পর অন্য চার ব্যক্তি তাঁকে তেঁতুলতলা মোড়ে রোজ গার্ডেন হোটেলের তৃতীয় তলায় নিয়ে আটক রেখে চাঁদা দাবি এবং বেধড়ক মারধর করেন। তাঁর সঙ্গে থাকা দু’জন ৯৯৯-এ ফোন করলে সোনাডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পাঁচজনকে আটক করে।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর ইমন ও নাহিদ নিজেদের সমন্বয়ক দাবি করে প্রভাব বিস্তারের চেষ্টা চালান। তাদের ছাড়াতে জহুরুল তানভীর নামে খুলনা বিশ্ববিদ্যালয়ের আরেক সমন্বয়ক থানায় যান। কিন্তু অন্য সমন্বয়ক এবং ছাত্ররা অপহরণকারীদের ছেড়ে দেওয়ার প্রতিবাদ জানালে রাতেই এ ঘটনায় মামলা হয়।
তবে জহুরুল তানভীর বলেন, আমি থানায় কাউকে ছাড়াতে যাইনি। বরং ওসিকে বলেছি, অপরাধী সমন্বয়ক হোক আর যেই পরিচয়েরই হোক, তাকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।