দীপ্ত টিভির তামিম হত্যায় চার আসামির দায় স্বীকার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৬ মাস আগে
ছবি : নিহত দীপ্ত টিভির তানজিল হাসান তামিম

দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান তামিমকে হত্যার অভিযোগে হাতিরঝিল থানায় করা মামলায় চার আসামি দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। আজ বুধবার (১৬ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তারা এ জবানবন্দি দেন। পরে আদালত আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন। দায় স্বীকার করা আসামিরা হলেন মো. কুরবান আলী, মাহিন, বাঁধন ও মো. রাসেল।

এদিন রিমান্ড শেষে ছয় আসামিকে আদালতে হাজির করা হয়। এ সময় আসামি মো. আব্দুল লতিফ ও মোজাম্মেল হক কবির বাদে অপর চারজন স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন। এরপর মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) গোলাম আজম তাদের জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের জবানবন্দি রেকর্ড করেন।

এছাড়া লতিফ ও কবিরকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে আদালত তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

  • আসামি
  • তামিম হত্যা
  • দায় স্বীকার
  • দীপ্ত টিভি
  • #