রাজধানীর মোহাম্মদপুরে যৌথবাহিনী পরিচয়ে ব্যবসায়ীর বাসায় ডাকাতির ঘটনায় কামাল হোসেন নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ডে নিয়েছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
ডিবি জানায়, কামাল হোসেনকে র্যাব গ্রেপ্তার করে মঙ্গলবার রাতে তাদের কাছে হস্তান্তর করে। সিসি ক্যামেরার ফুটেজে ডাকাতি কাজে অংশ নিতে দেখা যায় তাকে।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের উপপরিদর্শক রাশেদুল ইসলাম জানান, বুধবার রিমান্ড আবেদন করে কামালকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত পাঁচ দিন মঞ্জুর করেন।
ডাকাতি মামলায় কামালসহ সাতজন ডিবির কাছে রিমান্ডে রয়েছে। অপর ছয়জনকে গত সোমবার সাত দিনের রিমান্ডে নেওয়া হয়। তারা হলো শরীফুল ইসলাম তুষার, জাকির হোসেন ওরফে জিন জাকির, মাসুদুর রহমান, আরিফুল ইসলাম তরফদার, জাহিদ হাসান ও আব্দুস সালাম।
প্রসঙ্গত, গত শুক্রবার গভীর রাতে সেনাবাহিনী ও র্যাবের পোশাক পরে মোহাম্মদপুরে ব্যবসায়ী আবু বক্করের বাসায় ডাকাতির ঘটনা ঘটে। নগদ ৭৫ লাখ ৫০ হাজার টাকা ও ৭০ ভরি স্বর্ণালংকার লুট করে দুটি বস্তায় নিয়ে চলে যায় তারা। এ ঘটনায় আবু বক্কর অজ্ঞাতপরিচয় আসামির নামে মোহাম্মদপুর থানায় মামলা করেন। জড়িতদের ধরতে পুলিশ ও র্যাব আলাদাভাবে মাঠে নামে। শনিবার ডিবির হাতে ৩ জন এবং র্যাবের হাতে ৮ জন গ্রেপ্তার হয়। র্যাব থেকে তখন বলা হয়েছিল, ৮ জনের মধ্যে ৫ জন সেনা ও বিমান বাহিনীর চাকরিচ্যুত সদস্য।