‘মনে হয় আসা হচ্ছে না’

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে

সাকিব আল হাসানকে নিয়েই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঢাকা টেস্টের স্কোয়াড ঘোষণা করেছিল বিসিবি। বৃহস্পতিবার রাতে তার দেশে ফেরার কথা ছিল। কিন্তু অবস্থাদৃষ্টে মনে হচ্ছে ঘরের মাঠে তার বিদায়ী টেস্ট খেলা বোধহয় হচ্ছে না।

গণমাধ্যমকে সাকিব আল হাসান বলেছেন, ঠিক এমন পরিস্থিতিতে দেশে আসা হচ্ছে না তার। শুধু বলেছেন, ‘মনে হয় আসা হচ্ছে না।’

সাকিবের পারিবারিক সূত্রও জানিয়েছে, নিরাপত্তা নিয়ে ঝুঁকি থাকলে ওর দেশে না ফেরাই ভালো। যদি গ্রেপ্তার হতে হয় তাহলে দেশে কেন ফিরবে। একই বার্তা পরিবার থেকেও সাকিবকে দেওয়া হয়েছে।

  • সাকিব আল হাসান
  • #