বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স স্তরের শিক্ষকদের তৃতীয় দিনের অবস্থান কর্মসূচিতে লাঠিচার্জ করেছে পুলিশ। এ সময় পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে এবং জলকামান দিয়ে শিক্ষকদের ছত্রভঙ্গ করে। এ ঘটনায় ৩৩ জন শিক্ষক আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকাল ৫টার পর রাজধানীর আব্দুল গনি রোডে শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে এই ঘটনা ঘটে।
পুলিশের লাঠিচার্জে আহত কলেজ শিক্ষক আন্দোলনের প্রধান সমন্বয়ক মো. মোস্তফা কামাল জানান, পুলিশের আকস্মিক সাউন্ড গ্রেনেড হামলা করে, জলকামানের ব্যবহার করে হামলায় চালিয়েছে। বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষকদের অবস্থান কর্মসূচির এক পর্যায়ে লং মার্চ কর্মসূচির প্রস্তুতিকালে পুলিশি হামলায় ১১ জন নারী শিক্ষকসহ ৩৩ জন শিক্ষক আহত হয়েছেন।