ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী নাদিমুল হাসান এলেম হত্যা মামলায় সূত্রাপুর থানা তাঁতীলীগ সভাপতি মো. আবু সাঈদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৮ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত রাত সোয়া ১০টার দিকে সূত্রাপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে শিক্ষার্থী নাদিমুল হাসান এলেম হত্যার ঘটনায় গত ১ সেপ্টেম্বর তার মা কিসমত আরা সূত্রাপুর থানায় একটি মামলা দায়ের করেন।