নির্বাচন কমিশন পুনর্গঠনে শিগগিরই সার্চ কমিটি : মাহফুজ আলম

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে

নির্বাচন কমিশন পুনর্গঠনের জন্য খুব শিগগিরই সার্চ কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। তিনি বলেন, বিধি অনুযায়ী সার্চ কমিটিতে ছয়জন সদস্য থাকার কথা। এ ছাড়া বিধি অনুযায়ী যা করা দরকার, তা-ই করা হবে।

রাজধানীতে ফরেন সার্ভিস একাডেমিতে আজ শনিবার রাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মাহফুজ আলম। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলের সঙ্গে দ্বিতীয় পর্যায়ের সংলাপে কী নিয়ে আলোচনা হয়েছে, তা জানাতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মাহফুজ আলম বলেন, নির্বাচন কমিশন পুনর্গঠনের পরবর্তী কার্যক্রম হিসেবে কবে কীভাবে নির্বাচন হবে, ভোটার তালিকা হালনাগাদসহ অন্য কাজ হবে; সমান্তরালভাবে সংস্কার কমিশনও কাজ করে যাবে। তিনি জানান, নির্বাচন কমিশন বিধিমালা অনুযায়ী সার্চ কমিটি হওয়ার পর যাঁরা আসবেন, তাঁরা ঠিক করবেন, নির্বাচন কমিশনার কারা হবেন। এরপর অনেকগুলো নির্বাচনি কার্যক্রম আছে। গত তিনটি নির্বাচনে তরুণেরা ভোট দিতে পারেননি। …অনেকগুলো বিষয় আছে, সেগুলো সার্চ কমিটির মাধ্যমে আসা নির্বাচন কমিশনাররা ঠিক করবেন।

সার্চ কমিটি ও নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে রাজনৈতিক চাপ অথবা রাজনৈতিক লিয়াজোঁ হবে না উল্লেখ করে মাহফুজ আলম বলেন, নির্দলীয়-নিরপেক্ষ অবস্থান বজায় থাকবে।

প্রধান উপদেষ্টার সঙ্গে আজ সংলাপে অংশ নেয় গণফোরাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), জাতীয় মুক্তি কাউন্সিল, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এনডিএম, লেবার পার্টি, গণতান্ত্রিক বাম ঐক্য, জাতীয় সমাজতান্ত্রিক দল ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)।

সংলাপের বিষয়বস্তু তুলে ধরে মাহফুজ আলম বলেন, নির্বাচন এবং সংস্কার নিয়ে সংলাপে বেশি কথা হয়েছে। গণহত্যার বিচার কার্যক্রম নিয়েও কথা হয়েছে। সংলাপে দ্রব্যমূল্যের প্রসঙ্গটিও এসেছে। এ বিষয়ে তিনি বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বিষয়ে অগ্রগতি হয়েছে। সরকারের উপদেষ্টা পর্ষদের বিভিন্ন ব্যক্তি এখানে কার্যকর ভূমিকা রাখছেন।

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।

  • নির্বাচন কমিশন
  • পুনর্গঠন
  • সার্চ কমিটি
  • #