‘অন্তর্বর্তী সরকার সবার দুঃখ বুঝলেও বিএনপিরটা বুঝে না’

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে

যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না অবিলম্বে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সকল মামলা ও সাজা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। রোববার (২০ অক্টোবর) বিকেলে যশোর বিডি হলে আয়োজিত ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।

সমাবেশে তিনি আরো বলেন, আওয়ামী সরকার ফ্যাসিবাদ কায়েম করতে দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে সাজানো মামলা দিয়েছিল। অনেক মামলায় তাদের সাজাও দেয়। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সবার দুঃখ বুঝলেও বিএনপির দুঃখ বুঝে না। এই সরকারকে অবিলম্বে বিএনপির চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে থাকা সকল মামলা ও সাজা প্রত্যাহারের আহ্বান জানান।

জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদের সভাপতিত্বে সমাবেশে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, যুবদলের যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন তারেক, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরসহ জেলা কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

  • অন্তর্বর্তী সরকার
  • বিএনপি
  • #