গাজায় ইসরাইলি আর্মার্ড ব্রিগেডের কমান্ডার নিহত

: আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে
গাজায় নিহত ইসরাইলি কমান্ডার এহসান ডাকসা, ফাইল ছবি

উত্তর গাজা উপত্যকায় যুদ্ধের সময় ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) ৪০১তম আর্মার্ড ব্রিগেডের কমান্ডার কর্নেল এহসান ডাকসা নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (২০ অক্টোবর) তিনি নিহত হন বলে জানিয়েছে আইডিএফ।

আইডিএফের প্রাথমিক তদন্ত অনুসারে, জাবালিয়ায় অভিযানের সময় ডাকসার ট্যাংক এবং অন্য একটি ট্যাংকে বিস্ফোরক ডিভাইস দিয়ে হামলা চালানো হয়।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল জানিয়েছে, গাজা যুদ্ধে নিহত হওয়া সবচেয়ে সিনিয়র অফিসারদের একজন ছিলেন এহসান ডাকসা।

টাইমস অব ইসরাইল বলছে, ৪১ বছর বয়সী ডাকসা দালিয়াত আল-কারমেলের দ্রুজ শহরের বাসিন্দা। গেল জুন মাসে তিনি ৪০১তম ব্রিগেডের নেতৃত্বে আসেন।

  • ইসরাইলি আর্মার্ড ব্রিগেড
  • কমান্ডার
  • গাজা
  • নিহত
  • #