সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের বিরুদ্ধে চলমান মামলায় আদালত তার ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। রোববার (২১ অক্টোবর) বেলা ১১টায় দ্রুত বিচার আদালতের বিচারক নির্জন কুমার মিত্র এই আদেশ দেন। একই মামলার অন্যান্য আসামিদের এক দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী আব্দুল হক।
আদালতের এমন রায়ে বাদীপক্ষের আইনজীবীরা অসন্তোষ প্রকাশ করেছেন। তারা জানান, পুলিশ তদন্তের স্বার্থে তার ১০ দিনের রিমান্ড আবেদন করে। তবে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
প্রসঙ্গত, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত জহিরের ভাই ২ সেপ্টেম্বর দ্রুত বিচার আইনে আদালতে মামলা দায়ের করেন, যেখানে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, সাবেক এমপি মুহিবুর রহমান মানিকসহ ৯৯ জনকে আসামি করা হয়।